Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আপনি হয়ত জানেন!

: | : ১৮/০৬/২০১৩

১. পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতিই মেয়েরা কিনে থাকে।

২. প্রতি মিনিটে পুরো বি বা তার অধিকবার বজ্রপাত হয়।

৩. জন্মের প্রথম দুই বছরে একটি মানবশিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কিমি দূরত্ব অতিক্রম করে।

৪. একজন মানুষ প্রতিদিন ৬ ঘন্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।

৫. পৃথিবীর ৯৮% হাতির ওজন একটি পূর্ণবয়স্ক নীলতিমির জিহবার ওজনের চেয়ে কম।

৬. ফেসবুক এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার মাত্র।

৭. জর্জ ওয়াশিংটন ১৮০০ শতাব্দীর শেষ বছরের, শেষ মাসের, শেষ সপ্তাহের শেষ দিনে মৃত্যুবরণ করেন।

৮. সমগ্র পৃথিবীতে যত পরিমাণ লেক আছে, শুধু কানাডায় তার চেয়ে বেশি লেক আছে ।

৯. সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করে বাজারে ছে সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে তাছাড়া খুলবে না।

১০. ২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০% থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top