Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দশ বন্ধুর গল্প

: | : ১৮/০৬/২০১৩

আমাদের ক্লাশে আছে
সেরা দশ জন
আড্ডাতে বসে যায়
যখন খুশি তখন।

একে একে বলি এখন
দশ জনের গল্প
আমি আমির বর্ণনা করছি
করে অল্প অল্প।

সুনামগঞ্জের ছেলে
মামুন তার নাম
সারা কলেজ জুড়ে
আছে তারই সুনাম।

হাজীপুরের মেধাবী মেয়ে
সেরা তাহমিনা
তার সাথে কথা বলতে
নাই কারো মানা।

চল এবার রংপুরের দেলোয়ারের কাছে
গিয়ে দেখি ভাই
হেসে হেসে বলে সে,
মনের মতো প্রেমিকাতো নাই।

কি আর বলব আমি
হাসনাবাদের মেয়ে মৌসুমীর কথা
নিজেকে নায়িকা ভেবে
ছেলেদের দেয় ব্যথা।

রায়পুরার ছেলে কালামের কথা
বলব আর কি
মেয়েদেরকে বলে সে
প্রেম করবে নাকী?

বাহেরচরের মেয়ে খাদিজা
সুন্দরী নারী
তার জন্য ছাড়তে চায়
সব যুবক বাড়ি।

সৈয়দনগরের ছেলে খন্দকার কুতুবের কথা
মন দিয়ে শুনুন
জানা আছে তার
সব আইন কানুন।

নোয়াকান্দার মেয়ে মমতাজ
বড়ই চতুর চালাক
মুখে মুখে সে ডাকে না
চোখে চোখে দেয় ডাক।

কিশোরগঞ্জের একজন
নাম তার শাওন
কানাকানি করে সে
তখন খুশি তখন।

রায়পুরার ভদ্র মেয়ে রুমার কথা
বলার নেইতো প্রয়োজন
শেষ হলো যে আমার
কবিতা লেখার সব আয়োজন।

এই হলো সেরা দশজনের
জীবনের সংক্ষিপ্ত কথা
আমার কবিতা পড়ে
পেওনা কেউ ব্যথা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top