Top today
নতুন ঠিকানা
কোথায় হারালো ঠিকানা- যে ঠিকানায়
ঝড়ঝামটার নিরাপথ রেখেছিল অবাধে
বুকের পিঠের রক্ত চুষে চুষে- ১০মাস
১০দিন গেছে কেটে- স্বজনেরা আত্মহারা
জেনে- সেই ঠিকানা থেকেই হাসি কান্নার
ঝলক মেরে কি দেখি দুনিয়া আলোকময়।
লম্বা পায়ে চলতে ফিরতে স্বাদের ঠিকানা
আর পায়না খুঁজে- প্রিয় অপ্রিয় চিনা জানা
মুখের ছায়া ভিড়ে-জানি আর পাবনা নিয়তির
নিঠুর খেলা ঘরে- ভেবে নিও- জীবন নামের
রঙ্গমঞ্চে ভাসমান পদ্ম শাপলার জলে- ছন্দে
গন্ধভরা সুতোহীন শিউলী বকুল ফুলের মালায়।
শুঁকানো পাঁপড়ির ঝরা বেলা-আবার না হয়
দেখে নিও- ঐ সারে পাঁচ ফুট নিকুঞ্জ জুড়ে
থাকবো পরে আঁধারে-আগের মত আর নয়
এই বুঝি পেলে- ফুটন্ত ফুলের শোকাহত নতুন
ঠিকানা পাবে- অশ্রুসিক্ত একাকীত্ব মায়াময়।
লেখার তারিখঃ ১০/০৬/১৩