Today 02 Nov 2025
Top today
Welcome to cholontika

না , পারি না,মেনে নিতে পারি না

: | : ১৮/০৬/২০১৩

সময় বদলে যাচ্ছে
যাচ্ছি আমরাও
বিশ্বায়ন নগরায়নের বিষবাষ্পে যাচ্ছে উড়ে
আমাদের সুসভ্য আলখেল্লা
যাচ্ছে বেড়ে বেলা
সন্ধার অবনীতে খুজে ফিরে দেখি
পড়ে আছে আছে শ্যোন শূন্য তলা
এ জ্বালা আর সহ্য হয় না,না পারি ও না
কোনও ভাবে মেনে নিতে।
বাস্তবতার উলঙ্গতায় আবাল-বৃদ্ধ-বণিতা-বারবণিতা
আর সূর্য তরূণদের অবগাহন,সত্যকে লুকাতে
চেয়ে মিথ্যের নীপিড়ন আর বেসাতির আস্ফালন
মজলুমের ক্রন্দন,মেকীর মগজে ঝুলিয়ে দেয়া মুকুট চন্দন
আমি পারি না মেনে নিতে।বাকরুদ্ধ বাস্তবতা
অবরুদ্ধ সততা স্বচ্ছতার অপমৃত্যু দেখে দেখে
কোনো ও বাদ প্রতিবাদ না দেখে
অজান্তই বলে উঠি না এসব চলতে পারে না ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top