Top today
শ্রাবণের বারিধারা
বাদল দিনে মেঘলা আকাশ
বৃষ্টি শুধুই বৃষ্টি
হালকা হাওয়াই প্রকৃতির
একি হলো সৃষ্টি।
রিমঝিম রিমঝিম
শ্রাবণের বারিধারা,
নেই রাত নেই দিন
আনন্দে হই আত্মহারা।
খালে বিলে অথৈ জলে
মাঠ ঘাঠ থৈ থৈ
ঝিলের জলে শেওলা দেখে
খুকুরা করে হৈ চৈ।
আনন্দে যে মন মেতেছে
আষাঢ় শ্রাবন বান ডেকেছে।
হৃদয় আমার নাচছে যেন
হালকা মেঘের আনাগোনায়,
আনন্দে তাই হৃদয় হারায়
শ্রাবণের এই বারিধারায়।