Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অক্ষয়কুমার বড়াল-এর মৃত্যুদিনে তাঁর এষা কাব্যগ্রন্থের নিবেদন কবিতাটি পোস্ট করলাম

: | : ১৯/০৬/২০১৩

নিবেদন
অক্ষয়কুমার বড়াল

কোথা পাব বাল্মীকির সে উদাত্ত স্বর?
কোথা কালিদাস-কণ্ঠ ষড়জ-মধুর?
কোথা ভবভূতি-ভাষ-গৈরিক-নির্ঝর?
ছিন্ন-কণ্ঠ পিক আমি, মরণ-আতুর।

সে নহে সাবিত্রী, সীতা, দময়ন্তী, সতী,
চিরোজ্জ্বল দেবী-মূর্তি কবিত্ব-মন্দিরে;
লয়ে ক্ষুদ্র সুখ দুঃখ মমতা ভকতি,
ক্ষুদ্র এক বঙ্গনারী দরিদ্র কুটিরে।

নহে কল্পনার লীলা-স্বরগ নরক;
বাস্তব জগৎ এই, মর্মান্তিক ব্যথা।
নহে ছন্দ, ভাব-বন্ধ, বাক্য রসাত্মক;
মানবীর তরে কাঁদি – যাচি না দেবতা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top