আধুনিক ভাব-সম্প্রসারণ
১. প্রেম করার চেয়ে প্রেম সফল করা বড় কঠিন।
২. প্রেম ও ভালোবাসা একে অপরের যমজ ভাই।
৩. প্রেম থাকলেই প্রেমিক হয়, কিন্তু মন না থাকলে ভালোবাসা হয় না।
৪. মনের সাথে সর্ম্পহীন প্রেম অন্ধ এবং প্রেমের সাথে সর্ম্পহীন মন পঙ্গু।
৫. রোমান্টিক জীবনে সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুইয়ের মাত্রা বেড়ে গেলে ছ্যাকা খাওয়ার কারণ জন্মে।
৬. প্রেমিক নিশ্চিন্তে চলে প্রেমিকার সাথে, তিনিই সলিট যিনি চলেন তফাতে।
৭. কোথায় প্রেম, কোথায় ভালোবাসা, কে বলে তা বহুদূর? মানুষের মাঝে প্রেম, ভালোবাসা মানুষেতে সুরাসুর।
৮. ওগো তুমি ক্ষান্ত কেন প্রেম করতে, দুঃখ বিনা প্রেম ভালোবাসা হয় কি মহীতে?
৯. চোর সবসময় চোর, ডাকাত সবসময় ডাকাত, কিন্তু প্রেমিক প্রাণপণ চেষ্টায় প্রেমিক।
১০. যে প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত, প্রেম করবার অধিকার তারই।
১১. হে স্মৃতি তুমি ভুবনে ভুবনে কষ্ট দিওনা গোপনে গোপনে।
১২. ছ্যাকার মত এত বড় দুঃখ পৃথিবীতে নেই।
১৩. স্বামী-স্ত্রী পাশাপাশি অবস্থান করে। একজনকে বাদ দিলে অন্য জন মূল্যহীন।
১৪. স্পষ্টভাষী প্রেমিক নির্বাক প্রেমিক হতে উত্তম।