Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গোয়ালিনীর আকাশ কুসুম কল্পনা

: | : ১৯/০৬/২০১৩

goa;ini

এক গোয়ালিনী। তার অনেকদিনের স্বপ্ন সে রাজরাণী হবে। একদিন দুধের ঘড়া মাথায় নিয়ে বাজারে যেতে যেতে সে ডুবে গেল অলস কল্পনায়। ভাবতে লাগলো দুধ বিক্রি করে মুরগি কিনবে, মুরগি কেনার পরে মুরগির বাচ্চা হবে। বাচ্চা বিক্রি করে ছাগল কিনবে। ছাগলের বাচ্চা হবে। ছাগলের বাচ্চা বিক্রি করে গরু কিনবে। এই করে সে অনেক সম্পত্তির মালিক হবে। তারপর রাজার ছেলে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবে। কল্পনার এ পর্যায়ে সে মাথা নেড়ে বলে উঠলো ‘নেহি করেঙ্গা’! অর্থাৎ সে রাজি নয়। যে-ই মাথা নেড়েছে-দুধের ঘড়া পড়ে গিয়ে ঘড়াও ভাঙলো, দুধও গড়ালো মাটিতে।

 

লেখাটি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে সংগ্রহীত

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top