Top today
মকবুল
বন্ধু আমার, নাম তার মকবুল
প্রেমে পড়ে হুঁশ হারালো বিলকুল
যখন শুনি, তার প্রেম বিষয়ক গুল
হিংসায় আমাদের মনে ফোটে হুল।
দিওয়ানা করে তাকে, প্রিয়ার চোখের চাহনি
ঠোঁট বাঁকানো হাসি, দীঘল কালো চুল।
প্রেমাবেগে আপ্লুত হয়ে, স্পর্শের মানসে
প্রেমিকার খোঁপায় সাজায় ফুল।
আদর করে পরায় তাকে কানের দুল।
জানেনা, নিজের অজান্তে হচ্ছে সে fool.
সাবধান করি আমরা, বলি করিস না ভুল
এ কথা শুনলে ছুঁড়ে মারে tool.
বুঝলাম, হারিয়ে ফেলেছে সব দিশকূল,
বন্ধু আমার হয়ে গেছে Mad Full.
একদিন দেখলাম ঝাঁপ দিচ্ছে from নদীর pool
জড়িয়ে ধরে বললাম, এ কি করছিস মকবুল?
সব কথা শুনে হৃদয়ে বিধঁল শূল
মিথ্যা অপবাদে প্রিয়া তার চলে গেছে, তাকে বুঝে ভুল।
হায়রে হায় মকবুল……
প্রেমে ছ্যাঁকা খেয়ে ছিড়ছে মাথার চুল।