Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কাজের ছেলে

: | : ২০/০৬/২০১৩

কাজের ছেলে

যোগীন্দ্রনাথ সরকার

 

‘দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,

দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।’

পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;

ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

 

‘দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,

দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিম-ভরা কৈ।’

 

বাহবা বাহবা- ভোলা ভূতো হাবা খেলিছে তো বেশ।

দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।

‘দাদ্খানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,

ডিম ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।’

 

ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে, ঘোষেদের ননী:

আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি।

দাদখানি তেল, ডিম-ভরা বেল, দু’টা পাকা দৈ,

সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!

 

এসেছি দোকানে-কিনি এই খানে, যদি কিছু পাই;

মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!

দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,

চিনি-পাতা চাল, দু’টা পাকা ডাল, ডিম-ভরা দৈ।

 

Jogindranath_Sarkar

 

যোগীন্দ্রনাথ সরকার (১৮৬৬ খ্রিস্টাব্দ ; ১২ কার্তিক ১২৭৩ বঙ্গাব্দ – ১৯৩৭ খ্রিস্টাব্দ ; ১২ আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ) একজন খ্যাতনামা বাঙালি শিশুসাহিত্যিক । প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে তাঁর বইগুলি ছোটদের মনোরঞ্জন করে আসছে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top