Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

বুঝিবে সে কিসে

: | : ২০/০৬/২০১৩

বুঝিবে সে কিসে

কৃষ্ণচন্দ্র মজুমদার

 

চিরসুখীজন ভ্রমে কি কখন

ব্যথিতবেদন বুঝিতে পারে।

কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে

কভূ আশীবিষে দংশেনি যারে।

যতদিন ভবে, না হবে না হবে,

তোমার অবস্থা আমার সম।

ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে

বুঝে না বুঝিবে, যাতনা মম।

 

কবি কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪ – ১৯০৭) বাঙালি স্বনামধন্য কবি। তাঁর ‘সদ্ভাবশতক'(১৮৬১) ও ‘মোহভোগ'(১৮৭১) একসময় ছাত্রদের নীতিশিক্ষা দেয়ার কাজে ব্যবহৃত হত।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top