Top today
বৃষ্টি
বৃষ্টি ঝরে দিন রাত ধরে ঝরঝর
থামে বৃষ্টি ক্ষণে ঝরে পরপর।
জলে থই থই শুধু বৃষ্টি ঝরে
পুকুর নদী খাল বিল ভরে।
কদম গাছ সাজে রাঙা ফুলে
ডাকে ব্যাঙ সন্ধ্যা রাতে জলে।
কাকের ছানা ডাকে কা কা ডালে
ধরা পড়ে পুঠি কাতলা জালে।
রাত দিন ধরে ঝরে ঝরঝর বৃষ্টি
সবুজ রুপে কাড়ে মোদের দৃষ্টি।
৪ আষাঢ় ১৪২০ বঙ্গাব্দ