Top today
বৃষ্টিতে
আকাশের পানে চায় চপলা নয়ন-
কালো মেঘ ধীরে ধীরে ওঠে সেথা জমে
বার্তা পাঠিয়ে দেয় বাতাসের খামে
ক্ষণ পর হবে ঠিক বৃষ্টি চয়ন।
ধেনু ধায় রাখালের গৃহমুখে অই;
খুরে তার কাঁপে তল, ধুলিবালি ওড়ে
পাখিসব ডানা মেলে নিজ নিজ ক্রোড়ে
উল্লাসে মেতে ওঠে হাঁস তই তই।
ঝরঝর বারি ঝরে ধরণীর ’পরে
সুপ্ত তপ্ত মাটি ক্ষণে ওঠে জেগে
চাতক কৃষককুল আল্লাকে স্মরে
নাচে মন উল্লাসে, দুখ যায় ভেগে।
আকাশের পানে ওঠে ভরা দু’টি হাত-
পাপ-তাপ দূর হোক, আসুক নাজাত।