Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সম্পাদক ও ব্লগার ভাই-বোনদের সহযোগিতা চাই

: | : ২০/০৬/২০১৩

আমি দীর্ঘদিন যাবত একটি সমস্যায় আছি তা হলো আমার প্রোফাইলে ছবি অপলোড করতে পারছি না। কি কারণে এমনটি হচ্ছে তা আমি বুঝতে পারছিনা। পোষ্টের সাথে ছবি দিতে পারছি কিন্তু প্রোফাইলে কেন পারছি না? এর কোন উত্তর আমার নিকট জানা নেই। এমনকি আমার প্রোফাইল ইডিট করার জন্য যখন প্রোফাইলে প্রবেশ করি তখন কোন ছবি আপলোড করার মতো অপশনই আসে না। তাই ছবি আপলোড করতে পারছি না। এর সাথে সম্পাদক সাহেবের কোন নিয়ন্ত্রণ আছে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে কেন এমনটি হবে? মাননীয় সম্পাদক সাহেব এ ব্যাপারে বিস্তারিত বলবেন। অনেক ব্লগার ইতিমধ্যে ছবি আপলোড করছে দেখছি। যারা ইতিমধ্যে ছবি আপলোড করছেন তাদের প্রতি অনুরোধ রইল এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top