Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

সারমেয় বিবাদ সংবাদ

: | : ২০/০৬/২০১৩

মৃত কুকুরগুলোকে এখনো সরিয়ে নেয়নি কেউ-

সিটি কর্পোরেশনের গাফিলতির সংবাদ তো নতুন নয়;
শকুনের চিৎকারে অতএব চরাচর হচ্ছে ভারি।

গতরাতে – রাতভর কুকুরেরা পরস্পরের সাথে উন্মত্ত বিবাদে
ছিল লিপ্ত – শহরের নির্ঘুম জনতা জানালায় দাঁড়িয়ে দেখেছে
সে বিবাদের দৃশ্য এবং তৎপ্রেক্ষিতে সৃষ্ট রক্তপাত ও হত্যাসমূহ।

ভোর হলেই অন্ধকার অথবা স্বপ্নদৃশ্যের মতো মুছে যায়
নাগরিক মন থেকে রাতের ঘটনাবলী –
যেনবা কেবলি মামুলি এক ঝড় অতিক্রম করেছে তারা;
নাগরিক জীবনের জলে কোন ঢেউ তাই সকালে দেখাই যায় নাঃ

কুকুরের পারস্পরিক বিবাদ, রক্তপাত অথবা হত্যা
জনতার চেতনায় কোন প্রতিক্রিয়ার সৃষ্টি করে না মোটেও।

তবে, ক্ষীণকায় কিছু অস্বস্তি নিয়ে শহরবাসী অপেক্ষা করে
সারমেয় বিবাদের অনিবার্য পরবর্তী দৃশ্যের .. .. .. ..।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top