Top today
মুক্তা ভুলে যেওনা
মুক্তা আমায় তুমি
ভুলে যেওনা,
কোন দিন পর করে
দূরে যেওনা।
চিরদিন আমায় তুমি
আপন করে রেখ,
সারাজীবন ভালোবেসে
আমার পাশে থেক।
আকাশের মত উদার হয়ে
রেখ আমায় বুকে,
তুমি আমার কাছে থেক
আমার সুখে দুঃখে।
মুক্তা আমায় তুমি
ভুলে যেওনা,
কোন দিন পর করে
দূরে যেওনা।
চিরদিন আমায় তুমি
আপন করে রেখ,
সারাজীবন ভালোবেসে
আমার পাশে থেক।
আকাশের মত উদার হয়ে
রেখ আমায় বুকে,
তুমি আমার কাছে থেক
আমার সুখে দুঃখে।