Top today			
			পরীক্ষা
সামনে আমার পরীক্ষা
চিন্তা করে মরি,
ভাবছি বসে কোনটা রেখে
কোনটা আমি ধরি।
অর্থনীতি বড়ই জটিল
কিছুই বুঝিনা,
ইতিহাসের সন তারিখ
মনে থাকে না।
ইংরেজিটা ভীষণ কঠিন
কিছুই জানিনা,
বাংলা যে খুবই সহজ
তাও মানিনা।
ইসলাম শিক্ষার আরবিগুলো
খুবই কঠিন ভাই,
সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের কথা
বলতে নাহি চাই।
