Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নির্বেদ

: | : ২৩/০৬/২০১৩

মোমবাতির আলোয় দ্বিধার বেপথু আলোকসম্পাত –
শাড়ীর প্রিন্টের মতো ভ্রান্তির আকাশদীপ;

রেখার সযুজ্যে তুমি সে আলোয় অকম্পিত স্থির,
ফাগুন রাতের সমূহ বৈভব নিয়ে সালঙ্কারা।

শাণিত রূপের বিভা চেতনায় অন্য সব উপস্থিতি
হনন ও লুপ্ত করে;
দূরত্ব অভিশাপের মতো মনে হয়।

জাগ্রত হার্দিক ইচ্ছা দিনান্তের সূর্যের আলোর মতো হারাচ্ছে ক্রমশঃ

কেবলি আমার নগণ্যতা আর তোমার অপার স্বপ্নরূপে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top