Top today
নির্বেদ
মোমবাতির আলোয় দ্বিধার বেপথু আলোকসম্পাত –
শাড়ীর প্রিন্টের মতো ভ্রান্তির আকাশদীপ;
রেখার সযুজ্যে তুমি সে আলোয় অকম্পিত স্থির,
ফাগুন রাতের সমূহ বৈভব নিয়ে সালঙ্কারা।
শাণিত রূপের বিভা চেতনায় অন্য সব উপস্থিতি
হনন ও লুপ্ত করে;
দূরত্ব অভিশাপের মতো মনে হয়।
জাগ্রত হার্দিক ইচ্ছা দিনান্তের সূর্যের আলোর মতো হারাচ্ছে ক্রমশঃ
কেবলি আমার নগণ্যতা আর তোমার অপার স্বপ্নরূপে।