Top today			
			আবেদন
ইলমে দ্বীন
শিা কর
ঈমান আমল
দৃঢ় কর।
কোরআন পড়
দিনে রাতে
খোদার রহমত
পাবে তাতে।
যদি থাক
দ্বীনের পথে
দয়া পাবে
আখেরাতে।
সালাম দাও
কথার আগে
নামায পড়
আগে আগে।
রসুলের নামে
দরুদ পড়
ঝগড়া ফ্যাসাদ
বন্ধ কর।
ধনী হলে
যাকাত দিবে
নয়তো আল্লাহর
সাজা পাবে।
গাড়ি বাড়ি
অনেক নয়
দৃঢ় ঈমান
রাখতে হয়। 
