Top today
কি নামে ডাকবো তোমায়
কি নামে ডাকবো তোমায়
কি বিশেষণে বিশেষিত করব,
ইচ্ছে ছিল হাজারো নামের
ফুলঝুড়ি দিয়ে তোমায় সাজাবো।
কখনো ডাকব নদী, কখনো বা তটিনী
তোমার শীতল জলে স্নান করে
ক্রোধ, যাতনা, হতাশা ভুলে
শান্ত হব আমি।
কখনো ডাকব নিলীমা
অজানা কষ্টে মন উদাস হলে,
তোমার অসীম নিলীমায়
শঙ্কাহীন ভাবে যাব হারিয়ে।
ইচ্ছে করে, তোমায় ডাকি শ্রাবন্তী
তোমার অবিরাম বর্ষণে
আমি সিক্ত হই
সুখের সময়ে, আনন্দক্ষণে।
ইচ্ছে করে, তোমায় বৃষ্টি ডেকে
সজীব করে তুলি
আমার জীবনযু্দ্ধে ক্লান্ত,
তৃষ্ণার্ত হৃদয়কে।
কিন্তু তোমায় যে নামে ডাকি না কেন
জানি, তুমি শুনবে না।
হয়ত তুমি বিভোর, অন্য জনে
অন্য কোন সুখ স্বপ্নে।