Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

গঞ্জ সমাচার

: | : ২৪/০৬/২০১৩

সলিমগঞ্জের সলিম ভাই
নারায়ণগঞ্জে কেন যায়?
সিরাজগঞ্জের সিরাজ মিয়া
মদনগঞ্জে করছে বিয়া।
সুন্দরগঞ্জের সুন্দর আলী
মুন্সিগঞ্জকে দেয় গালী।
রূপগঞ্জের রূপবান
শিবগঞ্জে মারায় ধান।
কেরানীগঞ্জের কেরানী
কোম্পানীগঞ্জের খায় বিরানী।
কালীগঞ্জের কালাচাঁন
ভিা করতে ফেঞ্চুগঞ্জ যান।
হাজীগঞ্জের হাজী সাব
সুনামগঞ্জের খায় কাবাব।
পীরগঞ্জের পীর সাহেব
দেওয়ানগঞ্জে হয় গায়েব।
কমলগঞ্জের কমল কাকা
কিশোরঞ্জকে দেয় ধোকা।
হবিগঞ্জের হবি ভাই
রায়গঞ্জে তার দাম নাই।
গোপালগঞ্জের গোপাল দাদা
মোরেলগঞ্জে যায় আনতে আদা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top