Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

ফলে ফরমালিন

: | : ২৪/০৬/২০১৩

ফল খেয়ো না, ফল খেয়ো না, ফলে ফরমালিন

মুখ লাগালে ফলের গায়ে, রোগেতে বিলীন

টকটকে লাল, তকতকে গা, হাট-বাজারের ফল

যেই ভেবেছ খেলেই বুঝি, গায়ে পাবে বল

খাওয়ার পরে পেটের পীড়া, মাথা ভোঁ ভোঁ শুরু

হাত চলে না, পা চলে না, বুকটা দুরু দুরু

না জেনে আর ফল খেয়ো না, বুঝে-শুনে খাও

বাজার থেকে ফল না খেয়ে, গৈ-গেরামে যাও

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top