Top today			
			ফলে ফরমালিন
ফল খেয়ো না, ফল খেয়ো না, ফলে ফরমালিন
মুখ লাগালে ফলের গায়ে, রোগেতে বিলীন
টকটকে লাল, তকতকে গা, হাট-বাজারের ফল
যেই ভেবেছ খেলেই বুঝি, গায়ে পাবে বল
খাওয়ার পরে পেটের পীড়া, মাথা ভোঁ ভোঁ শুরু
হাত চলে না, পা চলে না, বুকটা দুরু দুরু
না জেনে আর ফল খেয়ো না, বুঝে-শুনে খাও
বাজার থেকে ফল না খেয়ে, গৈ-গেরামে যাও
