Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা ৩

: | : ২৫/০৬/২০১৩

উপদেশ–

* একটা অপরাধে যদি দশটা উপকার হয় এবং দশটা অপরাধে যদি গোটা দেশের মঙ্গল হয় তা হলে সেই অপরাধ ক্ষমাযোগ্য।

* উপদেশ দেওয়া সহজ কিন্তু মানা কঠিন।

* যে উপদেশ গ্রহণ করে না সে উপদেশ দেয়।

* চোর সব সময় শোনায় আদর্শবাণী।

* ব্যর্থ জীবনের চেয়ে সার্থক ক্ষণ অনেক ভাল।

* যে মন্দ গ্রহণ করতে পারে না সে ভাল মানুষ হতে পারে না।

* মানুষ যদি মানুষকে বুঝতে পারত মিটে যেত সব ঝামেলা।

* সত্যের সঙ্গে লুকোচুরি খেলে মিথ্যাকে জয় করা যায় কিন্তু মিথ্যাকে জয় করা সত্যের পরাজয় নয়।

* দুনিয়া দেখেছ : এখনো দুনিয়ার পরিসীমা দেখ নি–বহুত লম্বা সফর।

 

* আমি আজীবন উপদেশ গ্রহণ করে আসছি :–

–কারও হক উদরস্থ করো না।

–আমানতের খেয়ানত করো না।

–পরের জিনিসের প্রতি লোভ করো না।

–উপকারীর উপকারিত্ব স্বীকার করো।

–দুর্বলের সঙ্গ দিয়ো।

–অন্যায়ের কাছে নত হয়ো না।

–ন্যায়ের বির্বদ্ধে যেয়ো না।

–নিজের সামান্যতে তুষ্ট থেকো। ইত্যাদি। কিন্তু, মাটির মানুষ বড় দুর্বল মন, কতক্ষণ আর থাকতে পারে অনড়…

 

* পিতার আদেশ :–

–জীবনে কোনো জিনিসের প্রতি লোভ করবে না। তোমাকে কেউ আলো দেখাচ্ছে, তুমি অন্ধকারকে ভালবেসো। তোমাকে কেউ পৃথিবী দিচ্ছে, তুমি ক্ষুদ্রকে আঁকড়ে ধরো। তোমাকে কেউ আকাশ দেখাচ্ছে, তুমি মাটি দেখো। তোমাকে নিজের চেয়ে বেশি ভালবাসে যে, মনে করো সে তোমার শত্রু। তোমাকে ঘৃণা করে যে বেশি, সে তোমার আপন। তোমার জন্যে জান দিতে পারে, তার থেকে শত গজ দূরে থেকো। তোমাকে দেখলে গুলী মারে, তার কাছে ভয় নেই। অতি বিশ্বাসিকে বিশ্বাস করো না।

–সত্যকে গোপন করে মিথ্যার জয়গান গেয়ো না, তাতে যেই পরিমাণ ক্ষতির অবতারণা হবে তার খেসারত ইহজনমে ভরে নিষ্কৃতি পাবে না।

–কর্ম করো লজ্জা নেই কিন্তু চুরি করো না। উপাস থেকে দুঃখ করো কিন্তু ভিক্ষা করো না। চুরি এবং ভিক্ষা আত্মমর্যাদাকে হত্যা করে।

–নিজের কাজ নিজে করো তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।

–আত্মপ্রচেষ্টায় বড় হও কারণ তাতে মর্যাদার অফুরন্ত তৃপ্তি।

–সবাই যেখানে বড় সেখানে তুমি ছোট থেকো। সবাই যেখানে মন্দ সেখানে তুমি ভদ্রতা বজায় রেখো। তোমাকে কেউ আঘাত করে করুক কিন্তু তুমি কাকে আঘাত করো না। প্রতারণার স্বীকার যতই হও কিন্তু তুমি কখনো প্রতারক হয়ো না। পথের ক্লান্তি যতই মিলুক কিন্তু পথভ্রষ্ট হয়ো না। দুঃখের সঙ্গে সন্ধি করো কিন্তু আনন্দের সঙ্গে আঁতাত করো না–দেখবে একদিন, পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ে পড়ে আছে।

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top