Top today
বকা আর বকি
বকা বলে বকিরে, মারবো তোমায় ল্যাঙ
বকী বলে বকা দিলে, ভাংবো তোমার ঠ্যাঙ
এই নিয়ে বকাবকি, করে হাতাহাতি
রাজ্যজুড়ে বকা নিয়ে, মস্ত মাতামাতি
ক্ষেপে গেল আমজনতা, বকাবকির পরে
বেন্দা হাতে দেয় পাহারা, সবার ঘরে ঘরে
বকাবকি এক হয়ে যেই, করল শুরু গালি
আমজনতা মুচকি হেসে, দিচ্ছে বেদম তালি
গালির সাথে তালি মিলে, তেলগোবরে দশা
বকা বলে ওরে বকি, যায় না তো আর বসা
আয়তো দেখি আমরা মিলে বকা করি শুরু
দেখ চেয়ে দেখ রাজমহলে, আছে বকার গুরু!