Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

: | : ২৬/০৬/২০১৩

শান্তি কী আর
আসবে নারে আমার
দেশের চত্বরে ?
নির্বাক হয়ে দেখে যাব
লাশের সাগর কত্তরে ?

শ্রমিক বলে দাম কেন
নেই কারখানার ঐ
কর্মতে ?
ঐ হারামির কাজ
করে আজ রক্ত
ঝড়ে চর্মতে।

এত্ত এত্ত মানুষ
মেরেও পার কেন পায়
বিত্তবান!
এসব দেখেও
কাঁদছে না আজ
নরপিশাচের
চিত্তখান।

মজলুমেরা পায়
না বিচার
দোষটা কি সব
রাজনীতির ?
নষ্টেরা করে ক্ষমতা
দখল নষ্ট করেছে আজ
নীতির।

এসব নীতি ভাঙতে হবে
খুলতে হবে তরুণ দোর।
তবেই পাবে দেশের
মানুষ স্বপ্ন-সুখের
নতুন ভোর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top