Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

আমার পুরস্কার প্রাপ্তি ও প্রত্যাশা

: | : ২৭/০৬/২০১৩

‘ফতওয়া ফিক্‌হ হাদীস’

নির্দেশা : মুফতী ফজলুল হক আমিনী
গ্রন্থনা : মাওলানা আবুল ফাতাহ মুহা. ইয়াহইয়া
সহোযোগিতায় : মুফতী তৈয়্যেব হোসাইন বইটি আজ বুকশেলফ থেকে বের করে মা হাতে দিয়ে বললেন, ‘তোমার বইটা দিয়ে গেছে’। ডাকপিয়ন যেদিন বইটা বাড়ী পৌছে দেয় সেদিন ছিল ‘মা’ দিবস। বইটা পেয়েই আমাকে কল করে জানিয়ে দেয়। আমি বলেছিলাম মা দিবসের শুভেচ্ছা উপহার তোমার জন্য। মোবাইলের অপর প্রান্ত থেকে অনুভব করলাম মা কতটা খুশী হয়েছে। বইটা সবুজ কুঁড়ি প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে পেয়েছি। ধন্যবাদ ‘সবুজ কুঁড়ি’ পরিচালককে এমন সময় বইটি প্রেরণ করার জন্য। ভাবছি কিভাবে পড়া শুরু করব ! নতুন বইয়ের গন্ধে মন ভরে যায়,তাই আজ সারা রাত বইটার ঘ্রাণ নিব। বইটা পড়ে আবার লিখব। আশা করি, চলন্তিকা কতৃপক্ষ পুরস্কার অর্থ প্রদান না করে বইকে পুরস্কারের জন্য নির্ধারণ করবে। সব শেষে চলন্তিকা ব্লগের সাফল্য কামনা করে, মডারেটর প্যানেলকে ধন্যবাদ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top