Top today
নিত্য ভাবনা
ছুটবে কবে আলোর বন্যা
জাগবে কবে মুক্ত মিছিল,
গড়বে কবে সুখী সমাজ
রূদ্ধ বিবেক, ক্রদ্ধ নিখিল।
ধনীরা সব ধনের নেশায়
মত্ত হিয়া, নিত্য ব্যাকুল,
খেটে খাওয়া ধূকে মরে
হৃদয় তাদের হয়না আকুল।
রঙ্গের নেশায় ছন্দ মাতাল
গা ভাসিয়ে স্রোতের টানে,
সমাজের এই নিয়মনীতি
নিত্য ভাবি আপন মনে।
স্বার্থ পরায়, স্বর্ণ মুকুট
মিথ্যা পরায় বিজয় তিলক,
ছুটছে সবাই, তারই টানে
সম্মুখ পানে নেইকো আলোক।