Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নেংটি

: | : ২৭/০৬/২০১৩

ঘরের কোণে নেংটি ইঁদুর

বই-খাতা সব খাচ্ছিল

ঘুরে-ফিরে এদিক-সেদিক

কী যে মজা পাচ্ছিল।

লেজ উঁচিয়ে বিড়ালছানা

ওসব কিছু দেখছিল

ইতিল-বিতিল তিনটা লাফে

নেংটিকে সে ধরছিল।

নেংটি ইঁদুর ধরা খেয়ে

চোখের জলে ভাসছিল

ওসব দেখে কুকুরছানা

খিলখিলিয়ে হাসছিল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top