Top today
নেংটি
ঘরের কোণে নেংটি ইঁদুর
বই-খাতা সব খাচ্ছিল
ঘুরে-ফিরে এদিক-সেদিক
কী যে মজা পাচ্ছিল।
লেজ উঁচিয়ে বিড়ালছানা
ওসব কিছু দেখছিল
ইতিল-বিতিল তিনটা লাফে
নেংটিকে সে ধরছিল।
নেংটি ইঁদুর ধরা খেয়ে
চোখের জলে ভাসছিল
ওসব দেখে কুকুরছানা
খিলখিলিয়ে হাসছিল।