Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

‍প্রিয় চলন্তিকা সম্পাদক….

: | : ২৮/০৬/২০১৩

‍প্রিয় চলন্তিকা সম্পাদক….

আপনার প্লাটফর্ম ‘চল‍ন্তিকা’ কি আজও আপনার। এর প্রতি সমান প্রাপ্তি এখন আমাদেরও। তাই চলন্তিকার ভাল-মন্দ প্রতিটি বিষ‍য়ে আমাদেরও আছে সমান অধীকার। সম্পাদক হিসেবে আপনার কাছে আমাদের দাবি থাকবে তা স্বাভাবিক। কিন্তু কিছু ক্ষেত্রে আপনার নিয়মের কাছে আমরা হারমনব তা কোন ভাবেই নয়। বলতে পারেন এটা আবার কেমন কথা? আপনি গুণিজন, শ্রদ্ধেয় সম্পাদক। তাই আজ কিছু চাওয়ার আছে আমার।দেওয়া না দেওয়াটা আপনার ব্যাপার তবে আমি বিশ্বা‍সী আপনাকে আজ দিতেই হবে।
চলন্তিকা যখন যাত্রা শুরু করল তখন বেশ ভালবাসা নিয়েই হাজির হলাম পোষ্ট নিয়ে। অস্বাভাবিক কিছু নিয়মের বেড়াজালে কমতেই থাকে আমার পোষ্ট। এখন তা শুণ্যের কাছে বললেও বেঠিক হবেনা। চলন্তিকার প্রথম কয়েকজন রেজিষ্ট্রশন করা ব্লগারের ম‍ধ্যে আমিও একজন এবং প্রথম সারির পোষ্ট এবং মন্ত‍ব্যকারীর একজন আমি। তাই প্রায় দু’মাসে যা লক্ষ করলাম তা উদ্বেগজনক। তা শেয়ার করছি ‘চলন্তিকা’র উপর ভালবাসা থেকে।

আমি বিগত একটি পোষ্টে কয়েকটি অনুরোধ করেছিলাম। তার অধিকাংশ‍ই বাস্তবায়ন হয়নি। অথচ আশ্বাস্ত করা হয়েছিল। আবারও তুলে ধরছি কিছু দাবিঃ
১. পয়েন্ট সিস্টেম তুলে দিতে হবেঃ চলন্তিকা ব্লগে যে পয়েন্ট সিস্টেম চালু আছে তা দেখতে ভাললাগলেও সাহিত্য প্লাটফর্মের সাথে বিরোধী এটা অনেকটাই গেম খেলার মত। আমি আলাপ চারিতা করব আর আমার স্কোর বাড়‍তেই থাকবে। অন্যদিকে একজন আরেকজনের বিরোধী হয়ে দা‍ড়াচ্ছে জয়ের জন্য।

২. পুরস্কার দেওয়াঃ ব্লগে স্বকৃতি স্বরুপ পুরুস্কার থাকতেই পারে তবে আজব একটি পদ্ধতি ‘চলন্তিকা’তে। পয়েন্ট আর পোষ্টের স্কোরে ‍ফেলেক্সিলোড। অনেকটা হাস্যকর। যা সাহিত্যকে বাজারের সাথে তুলনা করে। তাই এটা বন্ধ করতে হবে। ক্রেস্ট থাকতে পারে। তা বছরে একটি আয়োজনে একবারই ‍দেওয়া হতে পারে।
৩. চলন্তিকা সাহিত্য পদকঃ লেখকরা পদক পাবার জন্য ‍লিখেন না। লিখেন নিজেকে প্রকাশ করে অন্যের কাছে তা তুলে ধরতে। চলন্তিকা এখনও শিশু তাই চলন্তিকার ঘোষণা একটা হাস্যকর ব্যাপার। কারণ কোন প্রতিষ্ঠানের কোন কৃতিত্ব ছাড়া হঠাৎই পদক প্রদান কেমন দেখায়। তাই চলন্তিকা যে সাহিত্য প্লাটফর্ম তা আগে প্রতিষ্ঠা লাভ করুক।

. চলন্তিকার পাতার সৌন্দর্যঃ একটি ফ্রি ওয়েবসাইটের প্রচারণা শুরু থেকেই‍ দেখা যাচ্ছে চলন্তিকাতে। অথচ পোষ্টের শুরু এবং শেষে পোষ্টের সৌন্দর্য নষ্ট করছে এ ব্যাপারে আপনার দৃষ্টি আগেও আকর্ষন করা হয়েছিল। প্রচারণা থাকতে‍ই পারে তবে এভাবে নয়।

 

৫. বাংলা অপশনঃ বাংলা সাহিত্যের প্লাটফর্মে পোষ্ট অপশন মন্তব্য অপশনে বাংলা লিখা যায়না তা ‍কি করে হয় এর সমাধান শীঘ্রই চাই।

সবশেষ বলতেই হয় আমি নিজেও নতুন প্রকাশ পাচ্ছি লেখার জগ‍তে তাই শিখার আছে অনেক কিছু। কিন্তু শ্রদ্ধেয় লেখ‍কদের এই ব্লগে পদাচারণ ঘটাতে কিছু প্রদক্ষেপ না নিলেও নয়। তারা অবশ্যই এই ব্লগে আসবেন এবং আসতেছেন কিন্তু তাদের ভাললাগাটাই আমাদের শিক্ষার কাজে লাগে। তাঁরা এই বিষয়গুলোর জন্যই অনেকটা পিছু। আমা‍র সাথে একাধিক ‍ব্লগারের কথা হয়েছে তারও এই বিষয়গুলোই তুলে ধরেছেন। তাই সম্পাদক মহাদোয়ের দৃষ্টি আকর্ষন করছি। শুভকামনা সকলের জন্য..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top