Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দীঘির জলে পদ্ম ফুল

: | : ২৯/০৬/২০১৩

এই ছোট দীঘি জলের মাঝে

ফুটে কত পদ্ম আর শাপলা ফুল,

স্বর্ণ দীঘির ঘাটে এ মনের পটে

নীল পদ্ম আর লাল শাপলা ফুল।

পদ্ম শাপলা গুলো ছড়ায় নাতো সু-গন্ধ,

নয়ন জুড়ানো আহা সৌন্দর্য করে মুগ্ধ,

গাঁয়ের মাঝে,বিশ্বকাপনো নতুন গন্ধ ছড়াবে

গন্ধের সুভাষ যেন,মনে এনে দিবে প্রশান্ত।

এ দিন বদলের ভালবাসা আপন করো  ঐ

দীঘির স্বচ্ছ জল ভরে ফুটো,সুখের পাঁপড়ি

একটু নাহয় ঝরাবে,ছোট দীঘির পদ্ম ফুল হয়ে

শাপলা ফুলের মত মমতার রঙ রাঙ্গিয়ে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top