Top today
দীঘির জলে পদ্ম ফুল
এই ছোট দীঘি জলের মাঝে
ফুটে কত পদ্ম আর শাপলা ফুল,
স্বর্ণ দীঘির ঘাটে এ মনের পটে
নীল পদ্ম আর লাল শাপলা ফুল।
পদ্ম শাপলা গুলো ছড়ায় নাতো সু-গন্ধ,
নয়ন জুড়ানো আহা সৌন্দর্য করে মুগ্ধ,
গাঁয়ের মাঝে,বিশ্বকাপনো নতুন গন্ধ ছড়াবে
গন্ধের সুভাষ যেন,মনে এনে দিবে প্রশান্ত।
এ দিন বদলের ভালবাসা আপন করো ঐ
দীঘির স্বচ্ছ জল ভরে ফুটো,সুখের পাঁপড়ি
একটু নাহয় ঝরাবে,ছোট দীঘির পদ্ম ফুল হয়ে
শাপলা ফুলের মত মমতার রঙ রাঙ্গিয়ে।