Top today
রঙ্গীন কলে সংবাদ
দুর থেকে বহুদুর, আর কত দুর
ঐ যে গাঁও! সংবাদটা নাহয় দাও
শোনবেনা জানতেও চাইবে না, খুব
করেছে অভিমান,বাঙ্গালি নদী ঐ যমুনা।
কত বাঁধ, কত কলার গাছ দোলছে
আজও নয়ন পাতে টলটল জলে ভাসছে,
সবুজ সোনালী মাঠ জুড়ে ঐ দিগন্ত ছুঁয়ে
যায়,ছায়াহীন মায়াময় শুধু ক্লান্ত শোণশান।
তবুও হাহাকার মন,সংবাদের ধ্বনি কম্পন
হচ্ছে কথায়, সেথায় যেনো পাষান্ড হ্নদয়
বহুদুরে তার ঘর,যমুনার বড় ঢেউয়ে ভাঙ্গছে
খবর হয় না যেনো পর,খুঁজনা কোন বন্দরে
পরে থাক না ধু ধু পাথার,ক্ষীণ হোক না পথ।
আকাশে বাতাসে সবুজ অরণ্যে রোদন,পৌছবে,
কোন রঙ্গীন কলে সংবাদ,ছিটকে পরবে ধূলি
ভেঙ্গে যাবে বাঁধ, উত্তাল হবে নীল মাখা ঢেউ।