সম্পাদকের কৈফিয়ত
প্রিয় লেখক বন্ধুরা
চলন্তিকাকে আপনারা যে ভাবে নিজেদের করে নিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিছুদিন ধরে পয়েন্ট সিস্টেম নিয়ে বেশ কথা হচ্ছে।
কেউ কেউ বলছেন যে পয়েন্ট সিস্টেমে আমরা সেরা লেখক নির্বাচন করছি। কথাটি সঠিক নয়। বন্ধুরা, পয়েন্ট সিস্টেমে আমরা যাদের পুরুস্কার দিব তাদের কিন্তু লেখক হিসাবে পুরুস্কার দেওয়া হচ্ছে না। আমরা তাদের বলছি প্রদায়ক। এর ইংরেজি শব্দ হচ্ছে contributor। আমাদের এখানে যে বন্ধুরা পুরো মাস ধরে বিভিন্ন লেখা লিখলেন, অপরের লেখাতে মন্তব্য করলেন, তাদের উৎসাহ দেবার জন্যই এই সেরা ৩ প্রদায়ক পুরুস্কার। এর সাথে সেরা সাহিত্যিক, সেরা লেখার কোন সম্পর্ক নাই।
এ ছাড়া লেখার গুনগত মানের উপর ভিত্তি করে সেরা সমালোচক, সেরা উত্তরকারী, সেরা লেখার সেরা লেখক পুরুস্কার দেওয়া হবে, যার সাথে পয়েন্ট সিস্টেমের কোন সম্পর্কই নাই। আশা করি এখন অনেকের ধারণা কেটে যাবে যে চলন্তিকা পয়েন্ট সিস্টেমে লেখক নির্বাচন করছে।
আপনাদের প্রতি আবারো কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
বিনীত
সম্পাদক
চলন্তিকা