চলন্তিকার ঈদের ইবুকের জন্য লেখা আহবান
প্রিয় লেখক বন্ধুরা
আর কিছুদিন পরই রোজা। তারপর ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আনন্দ তো জীবনে এক দুবার নয়, বার বার বহুবার এসেছে। রোজা আর ঈদ নিয়ে ছোট বেলা থেকেই আমাদের বহু স্মৃতি। ছোটবেলাতে ঈদে সিমাই – ফিরনী – খিচুড়ী – মিষ্টি খাওয়ার ধুম পড়তো । সালামি পেতাম। নানা বাড়ি, দাদা বাড়ি যাওয়া হত। মামা চাচারা কত কিছু কিনে দিতেন। নানি-দাদির আদর! আরও কত কি?
রোজা রাখা নিয়েও রয়েছে অনেক স্মৃতি।
আসুন আমরা সেই সব স্মৃতিকে তুলে আনি আপন মহিমায়। লিখুন চলন্তিকাতে। আমাদের আগস্ট মাসের দুই তারিখে যে ই-বুক বের হবে তার সিংহভাগ জুড়ে থাকবে আমাদের সবার ঈদের স্মৃতি। একই লেখকের মানসম্পন্ন একাধিক লেখা প্রকাশেও আমাদের আপত্তি নাই।
আমরা সবার আংশগ্রহন চাই।
বিনীত
সম্পাদক।
বি.দ্র. :
১। আগামী ১০ তারিখে আমাদের প্রথম মাসিক ই-বুক বের হচ্ছে যার মূল বিষয় থাকবে “বাবা”।
২। এখন থেকে বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে। প্রথম পাতাতে একই লেখকের/ প্রদায়কের একাধিক লেখা থাকতে পারবে না।