Top today
সনেট-১
বারবার ফিরে আসে পুরনো সুখের স্মৃতি সব;
অন্য এক বাসগৃহে পুরনো আবাস ফিরে আসে;
কামনার আন্দোলনে প্রবাল অস্তিত্ব দীপ্র হাসে –
সেই কবেকার মতোঃ তোমাতে আমাতে পরাভব
পৃথিবীর সব ধূসরতা – সব স্মৃতি মনে পড়ে যায়
বারবার। অন্য এক পুরুষের ঘর করি; কভু
প্রত্যাশার পরাগেরা অতৃপ্তিতে কাদেঁনা তো; তবু
আবেগে, শীৎকারে শুধু তোমাকেই ভ্রমে ভাবি – হায়!
এ কেমন আচ্ছন্নতা? এ কেমন নিরুপায় স্মৃতি?
চেতনার বৃক্ষমূলে নস্টালজী নিরন্তর হানে
সুখ এবং দুঃখের মিশেল কী এক বিষবাণ।
স্মৃতিরা যন্ত্রণা নয় – তবু কেন তাদেরই বিষাণ
অস্তিত্বে ছড়ায় জ্বালা পরিতৃপ্ত বাসর বিহানে?
হৃদয়ের কীর্তনীয়া গেয়ে যায় এ কেমন গীতি?