তাকে কোনদিন জিজ্ঞেস করা হয়নি, নারীটি ভাবে।
‘এই, তুমি আমাকে ভালবাস নাকি?’
কেটেছে বছরের পর বছর,
গ্রন্থি হতে
গ্রন্থির স্পন্দন
প্রবাহিত হয়েছে দিনের পর দিন।
তবুও মনের মধ্যে তৃষ্ণা বেড়েছে সেই প্রশ্ন শোনার।
কিন্তু তাকেও বলা হয়নি কোনদিন, যে কথার বানীতে
দিনের পর দিন মালা গেঁথেছে