একবার তুমি আমার দিকে তাঁকিয়ে দেখ
আমার চোখে চোখ রেখে দেখ
আমার মুখ নাক গণ্ডদেশ চিবুক ভালের দিকে
ভালো করে গভীর ভাবে চেয়ে দেখ
আমার সিঁথির দিকে তাঁকিয়ে দেখ,
দেখ তো সাহারা মরুর বালিতে সবুজ হাসে কি না
বাগানের ফুল ফুঁটে গণ্ধ ছড়াই কি না
পাথরের
Top today
রসাল ও স্বর্ণলতিকা
মাইকেল মধুসূদন দত্ত
রসাল কহিল উচ্চে স্বর্ণলতিকারে;-
শুন মোর কথা, ধনি, নিন্দ বিধাতারে।
নিদারুণ তিনি অতি;
নাহি দয়া তব প্রতি;
তেঁই ক্ষুদ্র-কায়া করি সৃজিলা তোমারে।
মলয় বহিলে, হায়,
নতশিরা তুমি তায়,
মধুকর- ভরে তুমি পড় লো ঢলিয়া;
হিমাদ্রি সদৃশ আমি,
বন-বৃক্ষ-কুল-স্বামী,
মেঘলোকে উঠ শির আকাশ ভেদিয়া!
দূরে রাখি গাভী-দলে,
রাখাল আমার