আমার প্রিয় এই ধরাতে
ওগো বাবা তুমি
তোমার মত বাবা পেয়ে
ধন্য আমার ভূমি।
তোমায় ছেঁড়ে এখন আমি
অনেক দূরে থাকি
একলা বসে হৃদয় মাঝে
তোমার ছবিই আঁকি।
তুমি কত কষ্ট কর
বোকা ছেলের লাগি
একটু খানি অসুখ হলে
রাত্রি থাক জাগি।
বাবার জন্য রইল আমার
অসীম ভালবাসা
নেক হায়াত দাও বাড়িয়ে
প্রভূর তরে