অনেকদিন পর আজ বাইরে বের হলাম । শুভ নিলয়রা এতোটা জোর করছিল যে না করতে পারছিলাম না । বিকেল বেলা শুভ রুমে বলল , তুই কি মরে যেতে চাস , মরতে চাইলে সায়ানাইড এনে দেই ধপাস করে মরে যাবি আমরা
Top today
আম-কাঁডোলের জেফত দিলাম
আমগো বাইত আইয়ো
বিছায়ে দিমু শীতলপাটি
আরাম কইরা বইয়ো
আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
পাকনা আম কাডাল দিমু
আশ মিটাইয়া খাইতে
চিড়া-মুড়ি-দধি দিমু
আম-কাডোলের রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে।
দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালোরে
দেখলে মেমান নেবে টেনে
মুখটা করে আলোরে
জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আইবা