Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমরা আমাদের বন্দী করে রাখছ
অথচ আমাদের ব্যবহার করে করে
উঠে যাচ্ছ তোমারা অনেক ওপরে
আর তোমাদের লাভ হাতিয়ে আনছ।

আমাদের বন্দী করে রেখেছ দোয়াতের ভিতরে
আর বন্দী করে রেখে দিয়েছ কলমের ভিতরে।

বন্দী করে আমাদের
কলমে কলমে
বঞ্চিত করছ ওদের
অনিয়মের নিয়মে।

অথচ শুনে রাখো,
হঠাৎ একদিন আমরা সবাই দশটা

যে আমি না ছিলাম আকার
ঘুমিয়ে ছিলাম অন্ধকার,
যে তুমি জাগিয়েছিলে মোরে
দু হাতে সরিয়ে দুরে অন্ধকার ,
শ্বাপদসংকুল বন্ধুর এই পৃথিবীর পরে
সে তুমি আজ আমাকে ছেড়ে কত দুরে-কত দুরে
তোমায় আজো আমি খুঁজে ফিরি ফেরার পথ ধরে,
বাবা তুমি কোথায় আছ ?
কেমন আছ ?
বাবা ভালো

বাদাম যেহেতু তেলজাতীয় ফল সেহেতু বাদাম খেলে ওজন বাড়ে এমন একটি কথা বেশ প্রচলিত। কিন্তু বাস্তবে বাদাম ওজন কমাতেই সহায়তা করে। বেথ ইজরায়েল মেডিকেল সেন্টারের গবেষকরা সমীক্ষা চালিয়ে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন। ২০ জন স্বেচ্ছাসেবক এ সমীক্ষায় অংশ নেয়। এতে

চট্টগ্রাম  শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে রয়েছে আরেকটি সুন্দর সমুদ্র সৈকত বাঁশখালী। ঝাউ গাছে ঘেরা দীর্ঘ একটি সমুদ্র সৈকত আছে এখানে। শহরের বহদ্দার হাট থেকে বাসে এসে নামতে হবে মুনছুরিয়া বাজার। সেখান থেকে রিকশায় সুমুদ্র সৈকত। বাসে যেতে সময়

বসন্তের পড়ন্ত বিকেল। রমনাপার্কের এক পাশে আনমনাভাবে দাঁড়িয়ে আছে সোনিয়া। চোখ দু’টো পার্কের মধ্যে প্রবেশ করতেই দেখতে পেল যুগল প্রেমিক-প্রেমিকারা বসে রোমান্টিক প্রেমালোচনায় মগ্ন। একে অপরকে চুমো দিচ্ছে। কোন যুগল একে অপরকে গলায় জড়িয়ে ধরে কথা বলছে। আবার

একটিবার বাইরে এসে দেখো
অমলিন জোৎস্না
একটিবার হাত বাড়িয়ে দাও
আমার হাতে।
নেবে তো নাও যত খুশী,
আকাশটা তোমাকে দিলাম।
ঘরের চৌকাঠ পেরিয়ে
একটিবার পা বাড়িয়ে দেখো
শরৎ শশীর স্নিগ্ধ শীতল মুক্তোদানায়
ভরে যাবে তোমার শুন্য আঁচল।
পৃথিবীটাও তোমাকে দিলাম।
নির্জন রাত্রি অমানিবাস
ভালোবেসে নির্ভয়ে একটিবার আমার হাতটি ধরো।
বিশ্বাসের পূর্নতায়, নির্মল স্নিগ্ধতায়
আমার

আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারিয়ে… মুখে মুখে ছড়িয়ে থাকা গানটির দুই লাইন মনে পড়তেই হৃদয়পটে ভেসে ওঠে আকাশছোঁয়া পাহাড়-পর্বতের কথা। সেসব পাহাড়চূড়ায় দাঁড়িয়ে অদ্ভুত আলো-অাঁধারিতে যেন আকাশের সঙ্গেই মিতালি হয়ে যায়। তবে রাঙামাটি-বান্দরবানের মতো সুউচ্চ

হরতাল-অবরোধে ইশকুল চলে না
ক্ষতি হয় হোক গে-কেউ কিছু বলে না

পরীক্ষার হলে বসে লিখব কি খাতাতে
”হরতাল ছিল তাই পড়া নেই মাথাতে”

এইসব লিখে যদি দিয়ে আসি খাতাটা
পড়ে যদি স্যারেদের গরম হয় মাথাটা

খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
ঘরে খাবো কানমলা-ইশকুলে ডাণ্ডা

এইসব ভেবে

ঘর থেকে বের হওয়ার সময় মা আমাদেরকে দোয়া করে বলেন, ‘বাবা ভালোভাবে ফিরে এসো।’ কিন্তু বর্তমান এই রাজনৈতিক অস্থিরতার যুগে কয়জন মায়ের সন্তান স্বাভাবিক ভাবে ফিরে আসতে পারে? বর্তমানে প্রিন্ট মিডিয়া বা ইলেক্ট্রনিক্স মিডিয়াগুলোতে চোখ রাখলে প্রতিদিন যেসব খরব শুনি

নরমাংশ নরকের অনলে জ্বালিয়ে
চেতাকে উন্মত্ত উন্মাদ করে বিলিয়ে
মুক্তির মাহেন্দ্রক্ষণ মৃত্তিকার ঘরে
চেতায় অচেতায় অবিরত অজস্র আঘাত করে করে
যদি না পুনরায় জাগাতে পারি, তবে কথা দিলাম
সুইসাইড স্কোয়াডে লেখাব নাম
নরক হবে মোর স্থায়ী পরিণাম ।

পুরোনো জঢ়োয়া জজ্ঞাল পাপিষ্ট নরাধমের
এখানে ঠাই নাই ভেবে নিয়ে
ভবিষ্য

go_top