তোমরা আমাদের বন্দী করে রাখছ
অথচ আমাদের ব্যবহার করে করে
উঠে যাচ্ছ তোমারা অনেক ওপরে
আর তোমাদের লাভ হাতিয়ে আনছ।
আমাদের বন্দী করে রেখেছ দোয়াতের ভিতরে
আর বন্দী করে রেখে দিয়েছ কলমের ভিতরে।
বন্দী করে আমাদের
কলমে কলমে
বঞ্চিত করছ ওদের
অনিয়মের নিয়মে।
অথচ শুনে রাখো,
হঠাৎ একদিন আমরা সবাই দশটা