নিলাঞ্জনা ! নামটি আজো বড় চেনা মনে হয়
যেন সেই কতকাল আগে
তোমার হাত ধরে হেঁটেছিলাম এই নির্জন মেঠো পথ ধরে ।
ধূসর সৃতির তলে চাপা পরে যাওয়া
ক্ষয়ে যাওয়া জীবনের দিনগুলো অস্পষ্ট কোলাহলে
তোমার চলে যাওয়া আজো বড় চেনা মনে হয়।
শুকিয়ে যাওয়া নদীর মরা
তোমার প্রতীক্ষায় আজও আমি ছুটে ছলেছি
পৃথিবীর পথে প্রান্তরে।
তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছি
আমি মানব হৃদয় থেকে বহুদূরে।
মনুষ্য মনের সীমানা ছাড়িয়ে
মহাকাশ-মহাশূন্য ছাড়িয়ে
মহাজাগতিক অনুভূতির অন্তরালে।
সময় স্থবির হয়েছিল সেখানে
কাল গিয়ে মিশেছিল মহাকালে।
অপেক্ষার প্রহর আজতক অনেক গুনেছি
চল্লিশটি জানুয়ারী পেছনে ফেলে এসেছি
তবুও এখনও তোমায় খুঁজেই চলেছি।
কতকাল