Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নিলাঞ্জনা ! নামটি আজো বড় চেনা মনে হয়

যেন সেই কতকাল আগে

তোমার হাত ধরে হেঁটেছিলাম এই নির্জন মেঠো পথ ধরে ।

ধূসর সৃতির তলে চাপা পরে যাওয়া

ক্ষয়ে যাওয়া জীবনের দিনগুলো অস্পষ্ট কোলাহলে

তোমার চলে যাওয়া আজো বড় চেনা মনে হয়।

শুকিয়ে যাওয়া নদীর মরা

তোমার প্রতীক্ষায় আজও আমি ছুটে ছলেছি
পৃথিবীর পথে প্রান্তরে।
তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছি
আমি মানব হৃদয় থেকে বহুদূরে।
মনুষ্য মনের সীমানা ছাড়িয়ে
মহাকাশ-মহাশূন্য ছাড়িয়ে
মহাজাগতিক অনুভূতির অন্তরালে।
সময় স্থবির হয়েছিল সেখানে
কাল গিয়ে মিশেছিল মহাকালে।

অপেক্ষার প্রহর আজতক অনেক গুনেছি
চল্লিশটি জানুয়ারী পেছনে ফেলে এসেছি
তবুও এখনও তোমায় খুঁজেই চলেছি।
কতকাল

বৈশাখের এক বিকাল। প্রচণ্ড গরমে কাহিল জনজীবন। তার উপর দেশের রাজনৈতিক পরিস্থিতিও খানিকটা গরম। দেশের প্রধান রাজনৈতিক দলের হরতাল চলছে। এমনি এক সময়ে বন্ধুদের সাথে আড্ডা মেরে বাড়িতে ফিরছিল হরিদাস। সে এক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ব্যাবসায় শিক্ষা বিষয়ের ছাত্র। বাড়ির কাছে

প্রথমে আমি আরিফুর রহমান, আমির ভাই এবং মিন্টু ভাইকে অভিনন্দন জানাচ্ছি।
আমি সম্পাদক সাহেবের নিকট আমার কিছু অভিযোগ পেশ করছি। গত দীর্ঘ একমাস যাবত আমি চলন্তিকার সাথে ছিলাম। দীর্ঘ এক মাসে আমি চেষ্টা করেছি চলন্তিকাকে কিছু দিতে। কতটুকু দিয়েছি তা আমি

দুই বন্ধুর কথোপকথন:
ছোটন    : বল তো নোমান, ঘড়ি আবিষ্কার না হলে কেমন হতো?
নোমান    : ভারি মজা হতো।
ছোটন    : (আশ্চর্য হয়ে) ভারি মজা হতো মানে?
নোমান    : কেন, যত ইচ্ছা দেরি করে স্কুলে যেতে পারতাম।

প্রিয় বন্ধুগন, আজ আমি তোমাদের পানে সমর্পিত। পড়িবার, সমাজ, দেশ এবং ভালোবাসার মানুষের নিকট থেকে যখন তাড়িত হয়েছি। আমি ছোটে গেছি তোমাদের নিকট। তোমরা বন্ধু! আমাকে আশ্রয় দিয়েছ। সাহস ও মনবল যুগিয়েছ। অনেক সময় অর্থ দিয়েও আমার চলার ব্যবস্থা করেছ।

পকেটে ঢুকিয়ে ফেলি
সদ্যজাত এক ফালি চাঁদ।
মালিক দেবেনা কিছু-
দুঃখী সোনা বউ, শোন-
এটাই এবারের ঈদের বোনাস …… !

 

পৃথিবীতে সবাই সেরা হতে চায়, কিন্তু কয়জন পারে ? যে কয়জন সেরা হতে পারেন কেবল তারাই যে স্বার্থক আর বাকীরা ব্যর্থ অন্তত আমি এমনটা মনে করি না । আর মনে করি না বলেই সেরা হওয়ার প্রয়াস কখনোই আমার মধ্যে ছিল

যারা চাও পৃথিবীতে –
সমুখ পানে এগিয়ে যেতে,
দুহাত ভরে সুখ বিলাতে,
নিজকে আগে গড়তে হবে।

চলার পথে আসে যদি –
অথৈসাগর, ঢেউয়ের নদী,
বাধার পাহাড়, দুঃখ ব্যাধি,
তবুও তোমায় চলতে হবে।

এই দুনিয়ায় কারো জীবন –
নয়তো সুখের শান্ত নদী,
দুঃখ ছাড়া কারো কখন,
হয় না সুখ নিরবধি।
দুঃখ জয় করতে

পাহাড়ের উপর থেকে, শূণ্যতাকে
হাত বাড়িয়ে, মন উড়িয়ে ছুঁয়ে দিলাম
এই আবেশে, অবশেষে মন আকাশে
স্নিগ্ধতার এক, হলো উদ্রেক বুঝে নিলাম।

সবাই যেমন আলোর নাচন দেখে নিতে
পায় যে সাড়া বাধন হারা হৃদয় হতে
নইতো তেমন আমি এমন দেখতে কেবল;
মহাকাশের, নববাসের রূপ দেখিতে।

বাসি ভালো হৃদয় আলো

go_top