Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

লেখকদের প্রতি বিনীত আবেদন

: | : ০১/০৭/২০১৩

চলন্তিকা ব্লগটি বাংলা সাহিত্য বিষয়ক। বানানরীতি নিয়ে কাজ ভাষাবিজ্ঞানের আর এর ব্যবহার লেখায়, সাহিত্যে। বাংলা বানানের শুদ্ধতা নিশ্চিত করা তাই লেখকের জন্য জরুরী কর্তব্য। ভূল বাণাণে (ভুল বানানে) সাহিত্যচর্চাকে অপরাধ হিসেবেই গণ্য করা হয়। সচেতন পাঠকের কাছে বাংলা বানানের ভুল পীড়াদায়ক। একই কথা প্রযোজ্য গদ্য রচনায় বাক্যরীতির ক্ষেত্রে।

তাই লেখকদের প্রতি আমার বিনীত আবেদন- লিখতে সময় নিন; সময় নিয়ে বানান ও বাক্যরীতির শুদ্ধতা নিশ্চিত করুন এবং তারপরই তা প্রকাশ করুন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top