Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

ঘর

: | : ০২/০৭/২০১৩

মাটির তৈরী আমার এ ঘরে
না জ্বলে জোনাকী, না বাঁধে কোন পাখির রাখি,
আট প্রহরের অহর্নিশি চিত্ত চেতা ভস্ম
হয়ে জীবস্মৃতে জেগে থাকে এ পরান পাখি,
যত করে ফিরে দেখি মোরে
আপন পরে ছেড়েছে শত ক্ষত ছবি আঁকি,
একালার একা কেমনে মোরে বাঁচায়ে রাখি ?

আমার এ মাটির ঘরে
কীটপতঙ্গ বসত করে
যাতন রাতে নেশাচরে বসত করে নেশা করে
বাদল ঝরা দিনে রাতে ক্ষয়ের জয়ে জল ক্ষরে
রোদেলা কালে জলে স্থলে তিলে তিলে পুড়িয়ে মারে
শীতের রাতে শিশির ভেজা অনিল লয়ের ঘায়ে
বিষ মেশানো ভীষণ কালে টুকরো করে ভেঙ্গে দিয়ে
জিইয়ে রাখে ধুলো পরে ।

আমার এ মাটির ঘরে
সূর্যালোক যে কত দুরে !
ক্রমশ সবে যায় সরে সরে ,
ভুলে ভরা মোর মাটির ঘরে
আমার আমিকে নিয়ে বসত করি
মোর অধ:পতনের আকার আপনিই পরখ করি

( ২৯/০৫/২০১৩ বৃহস্পতিবার, রাত ১২টা ,মহাখালী, ঢাকা )

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top