Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

থেমে যেও না

: | : ০২/০৭/২০১৩

এই দুনিয়ায় একেক জনের
একেক রকম মত
রুচি-চাওয়া সবি ভিন্ন
ভিন্ন চলার পথ।

এরি মাঝে বুঝতে হবে
সত্য-সঠিক মত
চিনতে হবে জীবন চলার
সহজ-সরল পথ।

বুঝতে হবে এই দুনিয়ায়
করবো কি অর্জন
ধরবো কারে ছাড়বো কারে
করবো কি বর্জন।

এসব বুঝে সঠিক পথে
চলবে শক্ত পায়
দৃষ্টি যেনো ভিন্ন পথে
কভু নাহি যায়।

চলার পথে এদিক-সেদিক
ডাকবে কতো কেউ
শিয়াল ডাকবে হুক্কা-হুয়া
কুকুর ডাকবে ঘেউ।

ওসব ডাকে সাড়া দিয়ে
থেমে যেও না,
থেমে গেলে মঞ্জিলেতে
পৌঁছতে পারবে না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top