Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নীল খামের চিঠি

: | : ০২/০৭/২০১৩

বাউল ধরণের গান করা যাবে

=============

ভালোবাসা বন্ধু তোর-নীল খামের চিঠি

খামের মাঝে দেখি ঐ- রঙ্গীন প্রজাপতি

রংধুনর হারাল বন্ধু -জনম স্বাদের দৃষ্টি

হারাল হারাল পাঁজর শীতল গড়া পাঠি-

আজো পেলামনা বন্ধু তোর-চরণ ধুলির

মাটি- বন্ধু তোর-চরণ ধুলির মাটি।।

 

ফুর ফুরিয়া উড়ে বেড়ায়-ঐনা কাশবনের গায়

সেথায় নাকি চিরবাড়ি-যাহার উপর-শ্যামা শালিক

ধরেছে বড্র আড়ি-আর ভাঙ্গবেনা রসে ভরা হারি

তাতেই কি বন্ধু তোর কে দেখেছে দু’নয়ন জুড়িয়া-

উছলে পরে নাকি-কোরতয়া যমুনার ঢেউ ভাঙ্গা পানি

স্মৃতির শেওলা ভেসে ভেসে হয়েছে সোনা চেয়েও ঘাটি।।

 

 লেখার তারিখঃ ৩০//১৩

 ========================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top