Top today
ভুল শুধু ভুল
কালক্রমে মরে যায় মুগ্ধ ভালোবাসা
তারপর-
একজন প্রতারক হয়।
বন্যার প্রতাপে নিঃস্ব কৃষকের মতো
বিবর্ণ উদাস তোমাদের চোখ।
একটি বন্যার জন্য কৃষক –
একজন মানুষের জন্য নারী –
কাঁদে .. ..।
ভুল আর ভুল –
ভুল করে ভুল ফুল
তুলে নিলো বোকা মেয়ে;
দেখলো না পিছনে চেয়ে
গোলাপটা ঝরে গেলো কাতরতাসহ।
ভুল শুধু ভুল – ভুল বিরহ
সুখের বদলে দিলো ঐকান্তিক জ্বালা।
ভুল করে অপেক্ষায় কাটালে সময়-
ম্লান হয়ে ঝরে পড়ে ভালোবাসা-মালা।
মেয়ে তুমি ভুল করে নিলে পরাজয়।