Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

যেদিন বৃষ্টি মাটির বুকে চুমু দিয়ে গেলো

: | : ০২/০৭/২০১৩

সেদিনটার কথা আজ বেশী মনে পরে না
ধূসর, অস্পষ্ট আর অভিমানী-
তবু কিছু থেমে যাওয়া ধুলো
মনের খোঁড়াক যোগায়।
আমার করিডরের শেষ জানালাটা
বৃষ্টির ছাঁটে ভিজেছিল একদিন ,
অস্থির সময়ের কপটতা ভেঙ্গে
তপ্ত মাটির সদ্য ভেজা ঘ্রাণ
বুক ভরে টেনেছিলাম একদিন ।
যখন সময় হলো-
তাকিয়ে দেখি রাজ্যের নিস্তব্ধতা
ভিজে গেছে সব –
মাটির বুকে চুমো দিয়ে গেলো
কয়েকটা বৃষ্টির ফোঁটা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top