Top today
অলস মন
ভাল আর লাগে না
লেখতে ও পড়তে,
পড়ালেখা ছাড়া চাই
জীবনটা গড়তে।|
মন ভাল নেই আজ
দেহতে নেই শক্তি,
ভাল কথা শোনালেও
আসে না তাই ভক্তি।|
কী যে করি সারাদিন
শুয়ে বসে কাটে না,
অলস মনে ভেবে ভেবে
জীবনটা আর হাটে না।|
ভাল আর লাগে না
লেখতে ও পড়তে,
পড়ালেখা ছাড়া চাই
জীবনটা গড়তে।|
মন ভাল নেই আজ
দেহতে নেই শক্তি,
ভাল কথা শোনালেও
আসে না তাই ভক্তি।|
কী যে করি সারাদিন
শুয়ে বসে কাটে না,
অলস মনে ভেবে ভেবে
জীবনটা আর হাটে না।|