Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অলস মন

: | : ০২/০৭/২০১৩

ভাল আর লাগে না
লেখতে ও পড়তে,
পড়ালেখা ছাড়া চাই
জীবনটা গড়তে।|

মন ভাল নেই আজ
দেহতে নেই শক্তি,
ভাল কথা শোনালেও
আসে না তাই ভক্তি।|

কী যে করি সারাদিন
শুয়ে বসে কাটে না,
অলস মনে ভেবে ভেবে
জীবনটা আর হাটে না।|

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top