Top today
এটাই নিয়ম
ইহাই ঠিক
ইহাই সঠিক
মনের মতন
বাঁছিয়া লয় মানুষ যখন
জানা নাই তার
তবু চাহি আর
কি হইবে কে জানে
তবুও চাই তাহা
যাহাতে নেই বাঁধা
মনের অজান্তে
চায় হারাতে
মানে না কোন বাঁধা
বিকশিত তার মেধা।
আঁধারের মেলা
আলো নিয়ে চলে খেলা
আঁধারেই হারিয়ে যায়
যাহাই আঁধারে যায়
আঁধারেই হারিয়ে যায়।
নতুনের গাঁথা
পাব কি দেখা
যাহাই লইলাম
বিলিয়ে গেলাম
জানিনি তো তাহা আমি
জানবো কি কভু?
সময়ের করাঘাতে
আঁধারে মিলাই হাতে।
তবু নাহি স্বজ্ঞান
মিলিয়ে যাই মোরা
এটাই নিয়ম।
স্বপ্ত রঙের রংধনু
হারিয়ে যাওয়াই নিয়ম
এতো বিধাতার মেলা
এতো বিধাতার খেলা
নাচিয়ে পুতুল মোরা
নাচি সর্বণ।
হারিয়ে যাবো মোরা
কোন একণ
তবুও মোরা
নাহি ছড়ি হেথা
এটাই নিয়ম।