Top today
|’কিনা’ এবং ‘কি না’ ব্যবহারে ব্যবধান |
আমরা অনেক সময় ‘কিনা’
একসাথে ব্যবহার
করি কখনও পৃথকভাবে।
কিন্তু ‘কিনা’
এবং ‘কি না’ একই অর্থ
প্রকাশ করে না।
১. মনের ভাব প্রকাশের
জন্য ‘কিনা’ ব্যবহার
করা হয় যেমন-ক.
রুপা কিনা আমার
সম্পর্কে এমন
ধারণা রাখে।
খ. বড়লোকের
মেয়ে কিনা তাই এত
অভিমান।
২. যদি ‘কি না’ শব্দের
অর্থ হ্যাঁ অথবা না হয়,
তবে ‘কি না’ পৃথক
হয়ে আসবে।
যেমন,
ক.
তুমি বাড়ি যাবে কি না
বল, নইলে আমি একাই
যাব।
খ.নাজিফা স্কুলে যাবে ক
ি না কে জানে।
ইত্যাদি। আমার ভুল
হলে জানাবেন। এর
থেকে আরও সহজ নিয়ম
জানা থাকলে শেয়ার
করুন। আবার আসব নতুন
বিষয় নিয়ে।
|’ভাষা শিক্ষার আসর’ বই থেকে নেয়া|