Top today
তুমি সুন্দর
তুমি চাঁদের চেয়েও সুন্দর
আমার মনে হয়।।
আমি বুঝি না মানুষ কেন,
দূর থেকে দেখে
চাঁদের রুপে মুগ্ধ হয়।।
তোমার রং টা না হয় একটু কালো
তাতেই বা কি হলো?
ওরা মুর্খ ! ওরা অন্ধ !
যারা চাঁদরে সুন্দর কয়!
ওরা আসলে জানে না
সুন্দর কারে কয় ??
ঐ দেখো চাঁদের বুকে কলঙ্ক,
তোমার বুকে নাই।
তোমার বুকে ভালোবাসা
আমি সেটাই চাই।
তোমার মত রুপসী
এই দুনিয়ায় নাই।।